যুদ্ধবিরতির পর প্রথম বাংলাদেশি হিসেবে সরাসরি সহযোগিতার উদ্দেশ্যে গাজায় রওনা হয়েছেন প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন। তিনি আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান।
শুক্রবার (১০ অক্টোবর) রাতের ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি রওনা হন। এ সময় সংগঠনের সদস্যরা তার সঙ্গে উপস্থিত ছিলেন এবং শুভেচ্ছা জানিয়ে বিদায় জানান।
গাজার জন্য মানবিক সহায়তা পৌঁছে দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে ফাউন্ডেশন সূত্রে জানা গেছে। নাছির উদ্দিনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বিভিন্ন মহল।